খাগড়াছড়িতে ৭৭ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াবো সবাই অধিকারের সুরক্ষায় এই প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে খাগড়াছড়িতে ৭৭ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারান খাইয়া জুন পহর ভবন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অংচিংনু মারমা। মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর পার্বত্য অঞ্চলের বিশেষ প্রতিনিধি এম প্রজ্ঞা জ্যোতির মহাস্থবির এর সভাপতিত্বে কম্বাইন্ড হিউম্যান খাগড়াছড়ি জেলা কমিটির সহ সভাপতি সুবোধ কুমার চাকমার, সাংবাদিক চাইথোয়াই মারমা, সাধারন সম্পাদক চাইথোয়াই অং মারমা, সাংগঠনিক সম্পাদক উর্মি চাকমা, জুলহাস উদ্দিন, সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মানবাধিকার মানুষের মৌলিক অধিকার। মানবাধিকার জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সবার জন্য সমান । প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে । এক জন মানুষের বেঁচে থাকা এবং সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবাধিকার অপরিহার্য । মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন দেশে মানবাধিকার কমিশনও গঠিত হয়েছে। মানবাধিকার কমিশন গঠন করার উদ্দেশ্য হলো কোথাও মানুষের অধিকার খর্ব হল কি না এ সব দেখা ও প্রতিকারের জন্য।

ডিসেম্বর 10, 2024 - 18:26
 0  9
খাগড়াছড়িতে ৭৭ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow