খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের নগর ও জেলা সম্মেলন
শেখ মোঃ নাসির উদ্দীন,খুলনাঃ আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২ টায় নগরীর শিববাড়ি মোড়, সাবেক জিয়া হল চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা নগর ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে নগর ও জেলা শাখা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, থানায় থানায় সভা, সমাবেশ, প্যানা, ফেস্টুন ও পোস্টারে নগরীতে ছেয়ে গেছে। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ফরহাদ মোল্লা জানান জেলা ও নগর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাও: অধ্যক্ষ আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতী রবিউল ইসলাম রাফে, অধ্যাপক মাও: আব্দুল্লাহ ইমরান, শেখ মুহা. নাসির উদ্দিন, মুফতী ইমরান হুসাইন, শাইখুল ইসলাম বিন হাসান, মাওলানা ইলিয়াস হুসাইন, হাফেজ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ ইমরান হোসেন মিয়া, মুফতী গোলামুর রহমান, প্রভাষক এস,এম হাদীসুর রহমান, মাওলানা হারুন অর রশিদ, মুফতী ফজলুল হক ফাহাদ, এইচ এম ইনামুল হাসান সাঈদ, আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্কুল ও কলেজ সাম্পাদক মুহাম্মাদ আশিক আনোয়ার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন। সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা গালিব জানান ইতিমধ্যেই সম্মেলনের কার্যক্রম প্রস্তুতি শুরু হয়েছে স্টেজ এর কাজ ও প্রশাসন অনুমতি ইতিমধ্যেই মৌখিকভাবে পাওয়া গেছে, তিনি আবাসীর সর্বস্তরের ছাত্র জনতাকে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান বাদ মাগরিব থেকে একই স্টেজে ইসলামিক সংস্কৃতিক অনুষ্ঠান আজাদ সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
আপনার অনুভূতি কী?