গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথান ব্রিজের উপর ছিনতাই
মোঃ মাহবুবুর রহমান সোহেল স্টাফ রিপোর্টার।। আজ রাত আনুমানিক চারটা তিরিশ মিনিটে জনৈক সাধন চন্দ্র সূত্রধর পিতা লক্ষণ চন্দ্র সূত্রধর, সাং কামারপাড়া, ডাকঘর কামারপাড়া, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। তার নিজ বাড়ি হতে ব্যক্তিগত টিভিএস কোম্পানির মোটরসাইকেল যার রেজিস্টার্ড নং ঢাকা মেট্রো হ ২৪ -৯৫০৯ যুগে ঢাকা যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথান ব্রিজের উপর পৌঁছলে হঠাৎ পিছন থেকে একটি মোটরসাইকেলে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে গতিরোধ করে তার কালো রংয়ের samsung galaxy মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ২৩ হাজার টাকা। ও নগদ ১০ হাজার টাকা জোরপূর্বক ছিনতাই করা কালে তিনি তাদের কাজে বাধা দিলে এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে মারধর করে মাটিতে ফেলে দেয়। এবং ছুরি দিয়ে আঘাত করার জন্য উদ্যত হলে, তিনি প্রাণভয়ে ছিনতাইকারীদের সবকিছু নিয়ে যেতে বলেন। ছিনতাইকারীরা ভিকটিম সাধন চন্দ্র সূত্রধরের টাকা-পয়সাও মোবাইল ফোন নিয়ে পালানোর সময় নাউজুর হাইওয়ে থানার টহল অফিসার এস আই আল আমিন হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে একজন ছিনতাই কারি মোহাম্মদ রবিন (৩০),মোহাম্মদ আল আমিন মিয়া সাং বালিয়া, থানা শেরপুর সদর, জেলা শেরপুর। এ/পি,টান কালিয়াকৈর, মাদ্রাসা পাড়া (উজ্জলের বাসার ভাড়াটিয়া), থানা থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর। ছিনতাই এর কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, সেজদা কারীদের ব্যবহৃত দুটি মোবাইল সেট, দুইটি ছোরা,ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপস্থিত সামনে এসআই আলামিন হোসেন জব্দ তালিকা করেন। এবং অপর দুইজন ছিনতাইকারী রনি (২৫),পিতা জাফর, সাং কালিয়াকৈর বাজার, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর। এবং মজনু (৪০),পিতা সল্লু, সাং টানকালিয়াকৈর, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর। তার মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা, নিয়ে পালিয়ে যায়। ধৃত আসামি রবি জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে এবং তার উত্তরটা আমি ঠিকানা প্রকাশ করে। সে জানাই যে, ছিনতাই হওয়া বর্ণিত নগদ ১০ হাজার টাকা এবং মোবাইল ফোন পলাতক ছিনতাইকারীদের কাছে আছে। পরবর্তীতে নাউ জোর হাইওয়ে থানার অফিসার ইন চার্জ মোঃ রইছ উদ্দিন সঙ্গীও অফিসারদের নিয়ে পলাতক আসামিদের গ্রেফতারের জন্য থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। বর্ণিত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ধীন
আপনার অনুভূতি কী?