গোপালগঞ্জ কাশিয়ানীর এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জ প্রতিনিধি—মঙ্গলবার (১এপ্রিল) বেলা ১০টায় উপজেলার মহেশপুর ইউনিয়ন এর সমষপুর গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। জানা জায় মঙ্গলবার ভোরে স্থানীয়রা ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো গলায় ফাঁস নেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়, পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠায়, সাথী বেগম ঐ গ্রামের তুহিন চৌধুরীর স্ত্রী, এবং একই ইউনিয়নের ব্যাসপুর গ্রামের হাসান শেখের মেয়ে, তার পাঁচ মাসের কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ গতরাতে শাশুড়ির সাথে ঝগড়া হয় তার পরে এ ঘটনা ঘটেছে শাশুড়ী ভাসুর মিলে আমাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ শফিউদ্দিন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার অনুভূতি কী?






