ঘণ্টা পর সিলেটে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধার, ট্রেন চলাচল শুরু
সিলেট প্রতিনিধি।। ওয়াগন লাইনচ্যুতির ঘটনায় প্রায় ৮ ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনের একটি বগি শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে দক্ষিণ সুরমায় লাইনচ্যুত হয়। এতে, বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শুরু হয় উদ্ধার তৎপরতা। রোববার সকালে টেনে তোলা হয় লাইনচ্যুত হওয়া ওয়াগন। মেরামত করা হয় ক্ষতিগ্রস্ত রেললাইনও। এরপর সাড়ে আটটার দিকে স্বাভাবিক হয় চলাচল। রেল প্রকৌশলীদের ধারণা, ওভারস্পিডের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে, তদন্তের পরই আসল কারণ জানা যাবে বলেও জানিয়েছেন তারা

আপনার অনুভূতি কী?






