চিতলমারীতে ইজিবাইক চালককে জবাই করে হত্যা- গ্রেফতার ২

সৈকত মন্ডল, স্টাফ রিপোর্টার।। বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকায় মোঃ আনোয়ার মোল্লা নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) সকালে চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। মোঃ আনোয়ার মোল্লা, বাগেরহাট সদর থানার মাঝিডাংগা গ্রামের সলেমানের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মোঃ আকরাম শেখের ছেলে সজীব শেখ (২১) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার, বাকশি গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯) কে গ্রেফতার করেছে চিতলমারী থানা পুলিশ। চিতলমারী থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার রায় বলেন, এ হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং ইজিবাইক উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আগস্ট 31, 2024 - 19:55
 0  10
চিতলমারীতে ইজিবাইক চালককে জবাই করে হত্যা- গ্রেফতার ২

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow