চিতলমারীতে জাতীয়বাদী মৎসজীবী দলের মতবিনিময় ও পরিচিতি সভা।
নিজস্ব প্রতিবেদক। বাগেরহাটের চিতলমারীতে জাতীয়তাবাদী মৎসজীবী দল উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চিতলমারী উপজেলার অবদা রোড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা কার্যালয়ে চিতলমারী উপজেলা মৎসজীবী দলের শেখ জিন্নাত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি দুলাল হোসেন ফরাজী, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক, জাহিদুল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপি সদস্য সচিব আহসান হাবিব (ঠান্ডু), উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল মল্লিক, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান (রাজু) মোল্লাসহ প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায় অপু তালুকদার, যুবদলের আহবায়ক জাকারিয়া মিলনসহ বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, যে সকল কর্মকান্ডের জন্য বিগত সরকার দেশ ছেড়ে পালিয়েছে আমরা সেই সব কর্মকাণ্ড থেকে বিরত থাকবো। যারা অন্যায় ভাবে মামলা দিয়ে হয়রানি করেছে তাদেরকে বিদেশ থেকে ধরে এনে বিচার করতে হবে।
আপনার অনুভূতি কী?