জমা পড়েনি ৮৪টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র উদ্ধারে মাঠে যৌথ বাহিনী

সিলেটে এখনো জমা পড়েনি অর্ধশতাধিক আগ্নেয়াস্ত্র। স্বরাষ্ট মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় শেষ হয় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। অস্ত্র জমা না হওয়ায় এসব আগেয়াস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বেহাত হওয়া ও হারানো অস্ত্রসহ যে কোনো অবৈধ অস্ত্র এ অভিযানে উদ্ধার করা হবে। সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, র‌্যাব ও আনসারের যৌথ সমন্বয়ে অপারেশন টিম মঙ্গলবার মধ্যরাত থেকে মাঠে নামে। জেলা প্রশাসনের তথ্য মতে, লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের মধ্যে বেসামরিক ব্যক্তি মালিকানাধীন ও প্রাতিষ্ঠানিক অস্ত্র মহানগরে ৫৪৪টি জমা হওয়ার কথা ছিল। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ৪৬০টি জমা পড়েছে। উদ্ধার হয়নি ৮৪টি আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে মাঠে কাজ করছে যৌথবাহিনী।সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুনু মিয়া বলেন, বুধবার রাত ১২টার পর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। তবে এখনো কোনো গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার নেই। আমাদের অভিযান অব্যাহত থাকবে।সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামান বলেন, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি। যৌথ বাহিনীর অভিযোনে অস্ত্র উদ্ধার করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে। সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবর্ণা সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে ৫৪৪ আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪৬০টি উদ্ধার হয়েছে। ৮৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সিটি করপোরেশন, জেলা, বিভিন্ন উপজেলা ও সীমান্ত এলাকায় কাজ করছে যৌথ বাহিনী। উল্লেখ্য, গত ১৫ বছর বেসামরিক মানুষকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করার পর তা জমা দেওয়ার সময় শেষ হয়েছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে।

Sep 4, 2024 - 23:17
 0  5
জমা পড়েনি ৮৪টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র উদ্ধারে মাঠে যৌথ বাহিনী

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow