জলবায়ুর ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বললেন, সভ্যতার ধ্বংসের জন্য মানুষই দায়ী। বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের বাকুতে কপ টুয়েন্টি নাইন সম্মেলনের বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মানুষ এমন এক জীবনযাত্রা বেছে নিয়েছে যা পরিবেশের ক্ষতিই করছে। মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। সেটি কার্যকরে তরুণ ও যুবশক্তির প্রতি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা তার ভাষণে জলবায়ু বিপর্যয়কে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলেন। এ বিষয়ে তিনি বলেন, এই দৃষ্টিভঙ্গি মানুষের শুধু মেরামত করার কথা বলবে না, বরং আরও ভয়াবহ পরিস্থিতি এড়ানোর জন্য একটি নতুন পথে নিয়ে যাবে। বর্তমান বিশ্ব বাস্তবতা তুলে ধরে ড. ইউনূস বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে। আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ায় মানুষের সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে। একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য দরকার বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুব শক্তিকে একত্রিত করা। যে সভ্যতা নিজেই নিজেকে রক্ষা করবে, নিজেই নিজের শক্তি যোগাবে।

নভেম্বর 13, 2024 - 17:16
 0  6
জলবায়ুর ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow