ঝিকরগাছা উন্নয়ন ফোরামে স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে সামাজিক কল্যাণের লক্ষ্যে সমাজসেবী সংগঠন, 'ঝিকরগাছা উন্নয়ন ফোরাম ' শুভ উদ্বোধন উপলক্ষ্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ রমজান) বেলা ৫ টায় ঝিকরগাছা উন্নয়ন ফোরামের আহবায়ক আবিদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীর দরগাহ ফয়জাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। বক্তব্যে তিনি বলেন, আমাদের সবাইকে ইনসাফ এবং তাকওয়া নিয়ে জীবন পরিচালনা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, টাওরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আলীম, লাউজানী নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক আব্দুর রকিম, আধ্যাপক মশিউর রহমান, নতুন রাজনৈতিক প্লাটফর্মের নেতা রাফে সালমান রিফাত, ডা:আব্দুস সালাম। এসময় উক্ত অনুষ্ঠানে নবগঠিত ঝিকরগাছা উন্নয়ন ফোরাম এর কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উন্নয়ন ফোরামের ৪০ জনকে পবিত্র কুরআনের তাফসির ও ৪০ জন ছাত্রকে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।

আপনার অনুভূতি কী?






