ঝিকরগাছায় বিএনপির নেতা নির্বাচন: সভাপতি সাবিরা মুন্নী, সম্পাদক নিপুন

বেনাপোল প্রতিনিধি যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির শীর্ষ তিন পদে ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়েছে। আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার বিএম হাইস্কুল মাঠে এই ভোট অনুষ্ঠিত হয়। বিএনপির নেতারা জানান, দীর্ঘ ১৫ বছর পর দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উজ্জীবিত। বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির নেতা নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করেন। এর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করেন। উপজেলার মোট ১১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৭৮১ জন (কাউন্সিলর)। সভাপতি পদে সাবিরা সুলতানা মুন্নী ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্ধিসঢ়;দ্ব মোর্তজা এলাহী টিপু পেয়েছেন ২৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে ইমরান হাসান সামাদ নিপুন ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধিসঢ়;দ্ব খোরশেদ আলম ২৪৩ ও আশফাকুজ্জামান খান রনি পেয়েছেন ২২৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মুরাদুন্নবী মুরাদ ৩৬৮ ও কাজী আব্দুস সাত্তার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্ধিসঢ়;দ্ব গোলাম কাদের বাবলু ২৯৯, এনামুল হক ২২৯ ও শাহিন আহম্মেদ পেয়েছেন ১৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন নির্বাচিত হয়েছেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঝিকরগাছা বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল উপলক্ষে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে।

অক্টোবর 27, 2024 - 10:42
 0  4
ঝিকরগাছায় বিএনপির নেতা নির্বাচন: সভাপতি সাবিরা মুন্নী, সম্পাদক নিপুন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow