ট্রাম্পের জয়ের পর চাঙ্গা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার
ট্রাম্পের বিজয় নিশ্চিতের পরপরই চাঙ্গা হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। তবে দরপতন হয়েছে এশিয়ায়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটের তথ্যানুযায়ী রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। ডলার ও বিটকয়েনের মূল্যও করেছে রেকর্ড। আট বছরের মধ্যে বুধবার (৬ নভেম্বর) এক দিনে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। বিটকয়েনের দামও এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। যুক্তরাষ্ট্রের ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ৩ দশমিক ৫৭ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচক বেড়েছে ২ দশমিক ৯৫ শতাংশ। ইউএস ট্রেজারি গত ৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ট্রাম্পের জয় নিশ্চিতের পর এশীয় বাজারে কমেছে শেয়ারের দাম। চীনের সিএসআই সূচক নেমেছে প্রায় ১ শতাংশ, সাংহাই কম্পোজিট ইনডেক্স নেমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই সূচক নেমেছে প্রায় ২২ শতাংশ। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের রফতানিকৃত পণ্যের ওপর শুল্ক উচ্চ-মাত্রায় বাড়ানোর কথা বলে আসছিলেন ট্রাম্প। যার প্রভাবেই এমন দরপতন বলছেন বিশ্লেষকরা।
আপনার অনুভূতি কী?