ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বার্তা: পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

অভয়নগর প্রতিবেদক —পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঈদের আগের দিন আজ রোববার (৩০ মার্চ) তিনি শুভেচ্ছ জানিয়েছেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের পরিবার-পরিজনকে নিয়ে নির্বিঘ্নে আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজখবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। এই কামনা করছি। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা আরও বলেন, ঈদের জামাতে দলমত নির্বিশেষ সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদুঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকি, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সবার জীবন সার্থক হোক আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

মার্চ 30, 2025 - 22:03
 0  3
ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বার্তা: পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow