"ডিগ্রি নয়, আদর্শ মানুষ গড়াই আসল"— লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার প্রতিনিধি—সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, "অনেক কম শিক্ষিত লোকও সমাজ ও দেশের জন্য ভালো কাজ করে নজির সৃষ্টি করেছেন। শুধু বড় বড় ডিগ্রি থাকলেই আদর্শবান হওয়া যায় না।" তিনি বলেন, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সৎ, যোগ্য ও আদর্শবান নাগরিক গড়ে ওঠে। পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তিনি আজ (৩ এপ্রিল) দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রাক্তন শিক্ষার্থী মায়সুমা সোলতানা, কক্সবাজার জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মিছবাহ উদ্দিন তারেক, প্রাক্তন শিক্ষার্থী এমডি তৈয়ব ফরাজীসহ অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন ঈদ পুনর্মিলন কমিটির সদস্য সচিব ডাক্তার আ,ন,ম মাজহারুল হক রিগ্যান। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণিকা ‘স্মৃতির মেলবন্ধন’ প্রকাশ করা হয়, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম।

আপনার অনুভূতি কী?






