ঢাকাসহ ৭ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকাসহ দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে ঝড়-বৃষ্টির এ পূর্বাভাস দেয়া হয়। ঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট এবং ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। /এমএইচ

অক্টোবর 12, 2024 - 10:18
 0  4
ঢাকাসহ ৭ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow