ঢাকাস্হ অভয়নগরের ব্যানারে ভবদহের স্হায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি- ঢাকাস্হ অভয়নগরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর, শুক্রবার সকাল ১০ টায়, আমরা অভয়নগরবাসী ব্যানারে ভবদহ অঞ্চলের পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে ও এ অঞ্চলের মানুষের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার স্থায়ী সমাধান কল্পে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে যশোর জেলার অভয়নগরবাসীর পক্ষ থেকে "ঢাকাস্থ কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকায় অবস্থারত অভয়নগরবাসীগণ দলে দলে যোগ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নিয়ে মানববন্ধন পরিপূর্ণ করে দীর্ঘ সময় অবস্থান করেন। যশোর জেলার অভয়নগর- মনিরামপুর- কেশবপুর উপজেলা ও তৎসংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ লক্ষাধিক পানিবন্দি বিশেষ করে ভবদহ অঞ্চলের ২৭ টি বিলের আওতায় ৯৬ গ্রামের ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষদের ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের জন্য এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ধর্ম, বর্ণ,নারী, পুরুষ, কর্মজীবী, ছাত্র সহ যশোরের অভয়নগরের ভুক্তভোগী মানুষগণ একাত্মতা প্রকাশ করেন। ঢাকাস্হ ভবদহ মানববন্ধন কমিটির আহবায়ক জাহিদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক ফারাজি বুলবুল রেজা,মো. মুরাদ হোসেন, সহ আহবায়ক মো. মেহেদী মামুন, আশরাফ-উল আলম (পলাশ), এডভোকেট মো: ইমরান গাজী, মোহাম্মদ তানজিল, দিবাকর বিশ্বাস মনিরুজ্জামান কবির, আমিনুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস আলী, ইসলাম ফরাজী, এম তানভীর আহমেদ, মো: শামসুল আলম রুমেন, শোয়েব ইমতিয়াজ ইয়াদ, শফি মাহমুদ, মো: মনিরুল ইসলাম, মুসলিমা খাতুন প্রমুখ। এ সময় বক্তারা বলেন অভয়নগরবাসীর অবর্ণনীয় দুঃখ-কষ্ট ও তাদের বঞ্চিত হয় রয়েছে। , হাজার কোটি টাকার প্রকল্পেও ভবদহের কোন স্থায়ী সমাধান আজও হয়নি। প্রতি বছরে কিছু লোক দেখানো কাজ করে কর্তৃপক্ষ নীরব হয়ে যান।ভবদহর সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের একটি স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী আশু পরিকল্পনা দরকার। "ভবদহ" একটি আতঙ্কের নাম, একটি অমীমাংসিত সমস্যা নাম। বিষয়টি রাজনৈতিক কারণে এ পর্যন্ত অমীমাংসিত হয়ে আছে।তা ছাড়া ও এ অঞ্চলের মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছেন। এ এলাকা বাসীরা ঘরের মধ্যে হাঁটু সমান পানি নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন তারা, সাপ, ব্যাঙ, পোকা-মাকড়ের সাথে বসবাস করছেন। পানিবন্দি মানুষ রাস্তার উপরে অস্থায়ী ঘর ও চালা বানিয়ে অতি কষ্টে দিনযাপন করছেন। এ সময় বক্তারা আরও বলেন, সরকার অভয়নগরের নওয়াপাড়া বাজার থেকে হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িক ফায়দা নিচ্ছে, প্রচুর টাকা ব্যবসার মাধ্যমে ভ্যাট ও ট্যাক্স আদায় করছে কিন্তু এ অঞ্চলের মানুষের ভবদহর দুঃখকে বিগত সরকারগুলো তেমন অর্থে কোন স্থায়ী সমাধান করতে পারেনি। এ অঞ্চলের ২৭ টি বিলের গভীরতা নদীর তুলনায় নিচু হওয়ায় এ সংকটের সূচনা হয়েছে। ভবদহ অঞ্চলে ৫ টি নদী নাব্যতা হারিয়েছে ও আমডাঙ্গা খাল সংস্কার খুবই ক্ষীণ হয়েছে, ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার কোন স্থায়ী সমাধান হয়নি। এ অঞ্চলের পানি নিষ্কাশনসহ ভবদহ সমস্যার স্থায়ী সমাধান ও "টিআরএম প্রকল্প" বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। জনাব মুরাদ হোসেন বলেন, এ অঞ্চলের ভুক্তভোগী মানুষের অবর্ণনীয় কষ্ট ও ভোগান্তি চরম মাত্রায় পৌঁছেছে। এ বিষয়ে প্রতিবছরে বিভিন্ন প্রকল্প নেওয়া হয় কিন্তু আশানুরূপ কোন স্থায়ী সমাধান হয় না। বক্তারা "ভবদহ" সমস্যার স্থায়ী সমাধান কল্পে আশু পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের নিকট আহ্বান জানান।
আপনার অনুভূতি কী?