তিন দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালিপূজা উপলক্ষ্যে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় আমদানি-রফতানি কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে। ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে পূজার ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট পার্সপোর্ট-ভিসাধারীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন। কালিপূজার ছুটিতে বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকায় বন্দর ও ইমিগ্রেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপসহ উভয় দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনসহ ৩ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে আবারও সচল হবে এই স্থলবন্ধরের কার্যক্রম। বাংলাবান্ধা আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালিপূজা উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক ৩১ অক্টোবর থেকে ৩ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছুটি শেষে পূর্বের ন্যায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সচল হবে। উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল এবং ভুটানের বিভিন্ন প্রকার পণ্য আনা নেয়া হয়ে থাকে।

অক্টোবর 31, 2024 - 17:29
 0  4
তিন দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow