তোফাজ্জল হত্যা: ৬ ঢাবি শিক্ষার্থীর স্বীকারোক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে তোফাজ্জল হত্যা মামলায় গ্রেফতার ৬ শিক্ষার্থীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের আদালতের হাজতখানায় হাজির করা হয়। তোফাজ্জলকে হত্যার পর, শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই, গণপিটুনির সাথে জড়িত ৬ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মুত্তাকীন সাকিন, গণিত বিভাগের আহসান, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) চোর সন্দেহে তোফাজ্জেলকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে, রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েকদফা তাকে মারধর করা হয়। মধ্যরাতে হাসপাতালে নেয়া হলে; চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Sep 20, 2024 - 23:27
 0  6
তোফাজ্জল হত্যা: ৬ ঢাবি শিক্ষার্থীর স্বীকারোক্তি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow