দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা: মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট। এ ঘটনায় ১৮১ জন বহন করা বিমানটিতে দুজন বাদে সকল আরোহী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ। ফ্লাইট বাতিল করার পাশাপাশি ঘটনাস্থলকে ‘স্পেশাল ডিজাস্টার জোন’ হিসেবে ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক। দুর্ঘটনাস্থল পরিদর্শনও করেন তিনি। এদিকে, সিউল থেকে বিমানবন্দরের নিকটবর্তী মকপো রেলস্টেশন পর্যন্ত অস্থায়ী ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। যাতে কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন নিহতদের স্বজন, সরকারি কর্মকর্তাসহ অন্যরা। আজ রোববার (২৯ ডিসেম্বর) ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিলো জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে। ১৮১ জনের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। /এএম

ডিসেম্বর 29, 2024 - 16:57
 0  8
দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা: মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow