দাবায় মাহফুজা চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে সালমা বেগম স্মৃতি পাঠাগার দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মাহফুজা আক্তার। আসরে রানারআপ হয়েছে সিফাত হোসেন। চার ম্যাচ থেকে দুজনের সংগ্রহ ছিল সমান, ৩ পয়েন্ট করে। এ কারণে শিরোপা নির্ধারক হয়ে দাঁড়িয়েছিল টাইব্রেকার। টাইব্রেকারের মাধ্যমে সিফাত হোসেনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে মাহফুজা আক্তার। প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছে মোহাম্মদ ফাহাদ। তার সংগ্রহ ছিল ২.৫ পয়েন্ট। সমান পয়েন্ট সংগ্রহ করা মোহাম্মদ হাসান চতুর্থ স্থানে ছিল। ২ পয়েন্ট সংগ্রহ করা জুবাইদা ইসলাম বুশরা পঞ্চম স্থান লাভ করে।প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া জেসমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম। নারায়ণগঞ্জ জেলার কল্যান্দীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Sep 9, 2024 - 20:48
 0  4
দাবায় মাহফুজা চ্যাম্পিয়ন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow