দাবি মেনে না নেয়ায় ৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা’সহ মোট তিন দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে মেনে না নেয়ার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছিল ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার পর, ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন তারা। এ সময়, সায়েন্সল্যাব মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে তারা আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করে। তবে বর্তমানে, সায়েন্সল্যাব এলাকার যান চলাচল স্বাভাবিক। এর আগে একই দাবিতে, গত সোমবার সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে, তারা তিন দফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।

অক্টোবর 23, 2024 - 15:43
 0  6
দাবি মেনে না নেয়ায় ৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow