দুর্গাপুরে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড়

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে শাহবুদ্দিন ও ইসরাফিল নামে দুই গণমাধ্যমকর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার পাচুবাড়ি এলাকায় পরিকল্পিতভাবে ২০-২৫ জন সন্ত্রাসী এ হামলা চালায়। আহত দুই সাংবাদিক হলেন দৈনিক বাংলার দর্পণ পত্রিকার সম্পাদক শাহবুদ্দিন ও রাজশাহী টাইমস পত্রিকার সম্পাদক ইসরাফিল। তাঁরা অগ্রযাত্রাসহ আরও কয়েকটি পত্রিকায় কর্মরত এবং রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সক্রিয় সদস্য। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে রাজশাহী থেকে তাহেরপুরগামী পথে পাচুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুটবল খেলা দেখতে দাঁড়ান দুই সাংবাদিক। সেসময় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের উপর চড়াও হয়। সন্ত্রাসীরা অভিযোগ করে, তাঁদের নামে সংবাদ প্রকাশের কারণেই এই হামলা চালানো হয়েছে। পরে সাংবাদিকদের নির্জন মাঠে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করা হয়। এলাকাবাসীর একটি অংশ এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে। বর্তমানে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় সন্ত্রাসীরা তাঁদের মোটরসাইকেল ও দুটি ক্যামেরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকাবাসী হামলাকারীদের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। সাংবাদিক শাহবুদ্দিন ও ইসরাফিল জানান, সন্ত্রাসী হামলার একটি ঘটনায় সংবাদ প্রকাশের পর তারা ক্ষিপ্ত হয়। এ কারণেই তাঁদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের হাসপাতালে দেখতে যান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নুরে ইসলাম মিলন, রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোমিন জাদরান ও সাধারণ সম্পাদক মুন্না ইসলাম আগুনসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, "ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় দুজন হামলাকারী আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

Apr 27, 2025 - 10:37
 0  14
দুর্গাপুরে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড়

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow