দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই: আইজিপি

এবছর সনাতন ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন। পূজায় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শকচ (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মো. ময়নুল ইসলাম বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হবে। সনাতন ধর্মালম্বীরা তাদের ধর্মীয় সাড়ম্বরে এটি পালন করবে। দুর্গাপূজায় পুলিশ সম্পূর্ণ নিরাপত্তা দেবে। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। আইজিপি আরও বলেন, বর্তমানে পুলিশের কার্যক্রম পুরোপুরি চালু রয়েছে। জুলাই-আগষ্টে থানার গাড়ি পোড়ানোসহ দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা কাটিয়ে উঠতে পর্যায়ক্রমে কাজ চলছে।

Sep 26, 2024 - 18:54
 0  4
দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই: আইজিপি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow