দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে- আলহাজ্ব জুলফিকর আলী
আলী আজীম, মোংলা (বাগেরহাট): দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা আমাদের কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অবমাননাকারীদের দল থেকে বহিস্কার করা হবে। দলের চেয়ারম্যান বলেছেন হিন্দু ভাইদের প্রতি সহানুভূতিসহ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের সঙ্গে বন্ধু সূলভ আচরণ করতে হবে। শনিবার (২ নভেম্বর) বিকাল ৪টায় সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলী এসব কথা বলেন। তিনি আরো বরেন, নেতাকর্মীদের নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করতে হবে। কোনোভাবেই সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই লক্ষ্যে সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। দলের বা দলের বাইরের কোন মানুষ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। সকলের জানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দেশ সবার। সকলকে নিয়ে সহাবস্থানে থাকতে হবে। দেশ গড়তে হবে। দেশের সেবায় আত্ম নিয়োগ করতে হবে। তাছাড়া সংঘাত-সহিংসতা এড়িয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। মোংলা পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম'র সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য বি এম ইউসুফ হোসেন'র সঞ্চালনায় এসময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. এমরান হোসেন, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজী ফারুক, বাগেরহাট জেলা যুবদলের সদস্য মো. আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর মৎস্যজীবী দলের সভাপতি গাজী মাইনুল ইসলাম (মনু) সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আপনার অনুভূতি কী?