দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে রোগীর সংখ্যা

রাজধানীসহ দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যাও। চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সাড়ে ২৬ হাজারের মতো মানুষ। চব্বিশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৮ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন সাড়ে ২৩ হাজার রোগী। এছাড়া চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশতাধিকের বেশি মারা গেছেন বলেও জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চলতি সপ্তাহে হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা বাড়ছে। তবে, তাদের একটি বড় অংশ শেষ মুহূর্তে ভর্তি হচ্ছেন। এতে তাদের শারীরিক জটিলতা বাড়ছে। তবে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার বংশবিস্তার ঠেকাতে লার্ভা ধ্বংস করতে হবে বলে মন্তব্য চিকিৎসকদের।

Sep 26, 2024 - 18:43
 0  5
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে রোগীর সংখ্যা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow