দৈনিক অভয়নগর পত্রিকার সাংবাদিক খোরশেদ আলমের কন্যা খুরশিদা আহত! দোয়া কামনা

দৈনিক অভয়নগর পত্রিকার সাংবাদিক পাইকগাছা (খুলনা)প্রতিনিধি মো. খোরশেদ আলম ভাইয়ের একমাত্র মেয়ে খুরশিদা আলম খুশবু পাইকগাছা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আজ তার ২০ তম জন্মদিন ছিল। উক্ত জন্মদিন পালনের উদ্দেশ্যে তার বান্ধবীসহ জগত বিখ্যাত স্যার পিসি রায়ের বাড়িতে কেক কাটতে সকাল সাড়ে ১১ টায় রওনা দেন। পথিমধ্যে ইঞ্জিন চালিত ভ্যানে কাপড় জড়িয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় খুশবু'র মাথা, মুখমণ্ডল ও হাত ক্ষত- বিক্ষত হয়। মামনির আশু সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী। মহান আল্লাহ মামনিকে দ্রুত আরোগ্য দান করুন। আমীন

অক্টোবর 8, 2024 - 23:29
 0  6
দৈনিক অভয়নগর পত্রিকার সাংবাদিক  খোরশেদ আলমের কন্যা খুরশিদা আহত!   দোয়া কামনা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow