নববধূকে নিয়ে ফেরার পথে বরের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি।।।লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে নববধূকে নিয়ে ফেরার পথে স্ট্রোক করে জাহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার তুষভান্ডার এলাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম (২৩) কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।  স্থানীয়রা জানান, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে পৌঁছান তারা। এরপর বিয়ে পড়ানো শেষে নববধূকে নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন।  পরে বরযাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাটি শুনে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। রোববার রাতে বিয়ে করে ফেরার পথে বর জাহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে যান। পরে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, নববিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফেব্রুয়ারি 3, 2025 - 15:13
 0  4
নববধূকে নিয়ে ফেরার পথে বরের মৃত্যু

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow