নাটোরে ৪০ যাত্রী রেখে স্টেশন ছড়ল ‘সীমান্ত এক্সপ্রেস’, অবরুদ্ধ স্টেশন মাস্টার
নাটোর প্রতিনিধি।।। নাটোর স্টেশনে ৪০ যাত্রী রেখে খুলনাগামী ‘সিমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে গেছে। এতে বিক্ষুদ্ধ যাত্রীরা স্টেশন মাস্টারকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রখেন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাটোরে ৪০ যাত্রী রেখে ট্রেন ছেড়ে দেয়ার ঘটনায় স্টেশন মাস্টারকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রখেন বিক্ষুদ্ধ যাত্রীরা। বুধবার রাত ১২টার দিকে নাটোর স্টেশনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও যাত্রীরা জানান, চিলাহাটি থেকে খুলনাগামী ‘সিমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি নাটোর স্টেশনে নির্ধারিত সময় রাত ১০টা মিনিট। তবে রাতে ট্রেনটি এক ঘণ্টা লেটে ১১টা ৫৯ মিনিটে নাটোর স্টেশনে আসে। ট্রেনটির ৩ মিনিট যাত্রাবিরতি থাকলেও এক মিনিট অবস্থান করে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এতে করে নাটোরের জন্য নির্ধারিত ট্রেনটির ‘চ’ বগিতে প্রায় ৪০ যাত্রী উঠতে পারেননি। এতে করে বিক্ষুদ্ধ যাত্রীরা স্টেশনমাস্টারকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম হোসেন বলেন, ট্রেনটির যাত্রাবিরতি ৩ মিনিট হলেও দেড় মিনিট অবস্থান করায় এই পরিস্থিতি। খুলনারগামী বিকল্প ট্রেন না থাকায় তাদের কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। রাত ১টা পর দুর্ভোগে পড়া যাত্রীরা স্টেশন থেকে চলে যান। তবে এ ঘটনার জন্য ট্রেনের পরিচালককে দায়ী করেছেন তিনি
আপনার অনুভূতি কী?