নিখোঁজ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে খুঁজে বের করার দাবিতে শিরোমণিতে মানববন্ধন।
খান জাহান আলী থানা প্রতিনিধি— খুলনার শিরোমণি কেডিএ মার্কেটের ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন (মালিক, দোকান নং-৫৩, চশমা ও ঘড়ির ব্যবসা) গত ১৫ এপ্রিল দুপুরে দোকানের মালামাল কিনতে খুলনা শহরে যান এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার বহু খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে ১৬ এপ্রিল খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং: ১১৬৪) করেন। নিখোঁজের চারদিন পার হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো অগ্রগতি বা খোঁজ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শিরোমণি কেডিএ মার্কেটের ব্যবসায়ীরা। এ অবস্থায় তারা গত ১৯ এপ্রিল শনিবার বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের শিরোমণি অংশে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী শেখ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন নিখোঁজ আনোয়ার হোসেনের দুই ছেলে আবু সাঈদ ও সিয়াম, ইফতেখায়রুল আলম বাপ্পি, শেখ জাকির হোসেন, এস এম ইলিয়াস হোসেন, মোহাম্মদ আইয়ুব আলী, মুরাদ হোসেন, আব্দুল হালিম, মোহাম্মদ নাজমুল হোসেন, মোহাম্মদ রইস, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ জুয়েল, বিল্লাল মল্লিক, জাকির হোসেন, শেখ জাহিদ হোসেন, শেখ আনসার আলী, ইয়াসিন মোড়ল, আসাদুল ইসলাম, দিদার হোসেন, রিয়াদ, লোকমান হোসেন, ইতি, টুটুল, শামসুদ্দিন, হাবিবুর রহমান মিন্টু, মোহাম্মদ শরিফুল ইসলাম, রাফসান, আবু তালেব, সোনিয়া, পিয়া এবং অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। বক্তারা বলেন, “একজন সম্মানিত ব্যবসায়ী নিখোঁজ হওয়ার পরও পুলিশ যদি কোনো তথ্য দিতে না পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত আনোয়ার হোসেনকে খুঁজে বের করতে না পারলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

আপনার অনুভূতি কী?






