নড়াইলে জামায়াত ইসলামির উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত

রাসেল মোল্লা নড়াইল: নড়াইলে বাংলাদেশ জামায়াত ইসলামির শেখহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ সেপ্টেম্বর) রবিবার বিকালে শেখহাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নড়াইল জেলা জামায়াত ইসলামির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: হাদিউজ্জামানের সঞ্চালনায় শেখহাটি ইউনিয়ন শাখার আমির মো: আকিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা জামায়াত ইসলামির আমীর এডভোকেট আতাউর রহমান বাচ্চু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামির সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার নড়াইল সদর উপজেলা শাখার আমির মাওলানা মিরাজুল ইসলাম,ইউনিয়নের জামায়াত ইসলামির (ওলামা বিভাগ) সভাপতি হারুনর রশীদ আশারাফি, দলটির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন আমরা স্বৈরাচারী সরকারের অধীনে ছিলাম, কোরানের আলোচনা করতে বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছি। কিন্ত আর না আমরা চাই এই রাষ্ট্র কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হোক। আল-কোরআন এর সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করলে সমস্ত দুর্নীতি দূর হবে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

Sep 22, 2024 - 19:56
 0  34
নড়াইলে জামায়াত ইসলামির উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow