পাইকগাছায় জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মোঃ খোরশেদ আলম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান কর্মসূচি (জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ টিকা কর্মসূচি) অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃক আয়োজিত অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ ইব্রাহিম খলিল, শিক্ষক রবীন্দ্রনাথ, ইসলামীক ফাউন্ডেশনের সৈকত হোসেন, সাংবাদিক আলাউদ্দীন রাজা প্রমূখ। অবহিতকরণ সভায় ডাঃ মাহাবুবুর রহমান বলেন স্কুল পর্যায়ে ৫ ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সকল বালিকা শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন মোতাবেক রেজিস্ট্রিশন করে আগামী ২৪/১০/২৪ থেকে ৪/১১/২৪ তারিখ পর্যন্ত এ টিকা দেয়া হবে।
আপনার অনুভূতি কী?