পাইকগাছায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা!! পাইকগাছা গড়ইখালী ইউঃ কুমখালী বিনোদ বিহারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ( বি,বি স্কুল) বৃক্ষ রোপন ও ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা বালা সরদার সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। তিনি বলেন, পরিবেশের জন্য বৃক্ষরোপন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপন এবং যত্ন নিতে হবে। কারণ গাছই আমাদের সবাইকে বেঁচে থাকার জন্য অক্সিজেনের যোগান দেয়। গাছ শুধু অক্সিজেন দিয়ে নয় আমাদের আর্থিকভাবেও স্বাবলম্বী করে তোলে। এর উপকারিতার শেষ নেই। গাছ হাতে পেয়ে প্রতিটি শিক্ষার্থী জানালেন আমরা সবাই গাছ লাগাবো, সেই গাছের যত্ন ও নেবো। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষক বৃন্দ । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমখালী বিনোদ বিহারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, এস এম হাফিজুর রহমান, মুক্তার হোসেন, লিংকন ঢালী, কৃষ্ণপদ মন্ডল, বনজীত সরদার, মাওলানা মমিনুর রহমান সহ সকল শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী।

Sep 27, 2024 - 20:13
 0  3
পাইকগাছায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow