প্রধান উপদেষ্টা নিয়ে ফেজবুকে কুরুচিপূর্ণ মন্তব্য আপলোড, বাগেরহাটে মামলা

বাগেরহাট প্রতিনিধি; অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মো. ইউনুসের নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের ভিডিও বক্তব্য আপলোড করায় বাগেরহাট সদর থানায় মডেল মামলা করেছেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর মডেল থানায় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি এই মামলা দায়ের করেন। মামলায় বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের পুলিন মন্ডলের ছেলে সুভাষ মন্ডলকে আসামী করা হয়েছে। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম মামলায় উল্লেখ করেন, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আমার বসত বাড়ীতে বসে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের পুলিন মন্ডলের ছেলে সুভাষ মন্ডলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। যেখানে সুভাষ মন্ডল অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। সুভাষ মন্ডল প্রধান উপদেষ্টার নাম উল্লেখ করে জাত বংশ এবং কোন ধর্মের লোক তার মাথায় টুপি নাই দাড়ী নাই, নামাজ পড়ে না এমনকি কোন ধর্মের তা জানতে কাপড় খুলে উলঙ্গ করে দেখার বিষয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভিডিও আপলোড করেন। যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের কারনে দেশে হিন্দু- মুসলমান সব ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। তার এই কর্মকান্ডে সাধারণ মানুষ বিক্ষুদ্ধ। এই কুরুচিপূর্ণ বক্তব্যর কারনে বাংলাদেশ সরকার প্রধান নোবেল বিজয়ী ড. মো, ইউনুসের ব্যক্তিগত এবং বাংলাদেশ সরকারের ভাব মুক্তি নষ্ট হয়েছে বলে আমার মনে হয়েছে। গত জুলাই- অগস্টের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনে শহীদদের রক্তের বিনিময় অর্জিত ২য় স্বধীনতার পর গঠিত অন্তবর্তীকালিন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ও সরকার উৎখাতের অপচেষ্টা হিসেবে এই ভিডিও ফেজবুকেজ আপলোড করা হয়েছে। তাই তাকে দ্রæত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে সুভাষ মন্ডলের মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলে নাম্বারটি বারবার বন্ধ পাওয়া যায়। তার ভাই বিধান মন্ডল বলেন, তার (সুভাষ) সাথে আমার সম্পর্ক ভালো না। সুভাস এখন বাড়ীতে নেই। ভিডিওর বক্তব্য সম্পর্কে আমরা কেউ কিছু জানেনা বলেও জানান তিনি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, সুভাষ মন্ডলের বিরুদ্ধে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম মামলায় করেছেন। সুভাষ মন্ডলকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।# বাগেরহাট

অক্টোবর 10, 2024 - 19:38
 0  9
প্রধান উপদেষ্টা নিয়ে ফেজবুকে কুরুচিপূর্ণ মন্তব্য আপলোড, বাগেরহাটে মামলা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow