ফকিরহাটে দেশী-বিদেশী মদ সহ নারী গ্রেপ্তার
ফকিরহাট, বাগেরহাট প্রতিনিধি : ফকিরহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দেশী-বিদেশী মদসহ স্মৃতি দেওয়ান (৫৪) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার ফলতিতা এলাকার মৃত সোনাতন দেওয়ানের স্ত্রী। পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শিবলী নোমানীর নেতৃত্বে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে স্মৃতি দেওয়ানকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তাকৃত ওই নারীর ঘর থেকে দুই বোতল বিদেশী মদ ও দেশী তৈরী তিন লিটার মদ উদ্ধার করে পুলিশ। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) এসএম আলমগীর কবির বলেন, গ্রেপ্তার হওয়া মাদক বিক্রেতা স্মৃতি দেওয়ানের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে রোববার সকালে বাগেরহাট জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। #
আপনার অনুভূতি কী?