বণ্যাঢ্য আয়োজনে লোক সমাজের প্রতিষ্ঠাবাষিকী পালিত
যশোর প্রতিনিধি: যশোরের দৈনিক লোক সমাজ পত্রিকার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবাষিকীতে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাতকামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিতের তত্বাবধানে লোকসমাজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন লোকসমাজের সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম। এতে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, , যশোর সংবাদপত্র পরিষদের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান। দক্ষিণবঙ্গের বিএনপির রাজনৈতিক প্রাণপুরুষ তরিকুল ইসলামের হাতে গড়া দৈনিক লোজ সমাজের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শুভেচ্ছা জানাতে আসেন। শুভেচ্ছা জানান যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, অ্যাডভোকেট জাফর সাদিক, দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) ও এনটিভির যশোর প্রতিনিধি সাইফুল ইসলাম সজল , সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সম্পাদক এইচ আর তুহিন, জেলা স্বেচ্ছাসেকদ দলের জেলা সভাপতি ইঞ্জিনিয়র রবিউল ইসলাম, যশোর বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুল, বর্ণাঢ্য আয়োজনে যশোরের দৈনিক লোক সমাজ পত্রিকার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আপনার অনুভূতি কী?