বন্যার্ত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আইসিটি বিভাগের কর্মীদের ১ দিনের বেতন প্রদান

সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা একদিনের বেতন প্রদান করেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিভাগটির পক্ষ থেকে মোট ২৯ লাখ ৬৪ হাজার ৩৮ টাকার চেক উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে জমা দেওয়া হয়। পৃথক ৬টি চেকে এই অর্থ বন্যার্তদের জন্য দান করেন আইসিটি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। বিভাগটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ আগস্ট আইসিটি বিভাগের কর্মীদের আগ্রহের প্রেক্ষিতে একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, গত ২৫ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে উপদেষ্টা নাহিদের কাছে ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছিলেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

আগস্ট 29, 2024 - 20:04
 0  10
বন্যার্ত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আইসিটি বিভাগের কর্মীদের ১ দিনের বেতন প্রদান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow