বসুন্দিয়ার ভৈরব সেতু নির্মাণ অনিশ্চিত: ডিজাইন জটিলতায় দায় এড়াচ্ছেন প্রকৌশলীরা
শেখ আলী আকবর সম্রাট - যশোরের বসুন্দিয়া বাজার সংলগ্ন ভৈরব সেতুর নির্মাণকাজ শুরু হওয়ার কথা থাকলেও ডিজাইন জটিলতার অজুহাতে এখনো তা শুরু হয়নি। ২০২২-২৩ অর্থবছরে প্রকল্পটির কাজ শুরু হওয়ার কথা থাকলেও ২০২৫ সালেও সেটি অনিশ্চিত রয়ে গেছে। এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) আওতাধীন এ সেতুর নির্মাণ নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও বিআইডব্লিউটির মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মুহাম্মদ মঈনুদ্দিন বাঁশি লিমিটেড সেতুর কাজে ব্যবহারের জন্য বিকল্প একটি বেইলি ব্রিজ তৈরি করেছে এবং প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করেছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমোদন না থাকায় মূল কাজ শুরু করা যায়নি। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে সেতুর জন্য অপেক্ষা করলেও প্রশাসনের গাফিলতির কারণে তারা প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন। ব্যবসায়ীরা বলছেন, এই বিলম্বের কারণে মৌসুমি ফলের ঐতিহ্যবাহী হাটও হারিয়ে যাওয়ার পথে। এ বিষয়ে জানতে চাইলে যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান বলেন, “ব্রীজের ডিজাইন জটিলতার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। কবে সমস্যার সমাধান হবে, সেটিও নিশ্চিত নয়।” এদিকে, প্রকল্পের আরেক গুরুত্বপূর্ণ সংস্থা বিআইডব্লিউটির কর্মকর্তা মো. মাসুদ রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে গড়িমসি এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে বছরের পর বছর পার হলেও সেতু নির্মাণের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে বসুন্দিয়ার দুই পারের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

আপনার অনুভূতি কী?






