বাগেরহাটে মৎস্য ঘেরে সন্ত্রাসী হামলা ও লুটপাট: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

বাগেরহাট প্রতিনিধি—বাগেরহাটে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মৎস্য ঘের ব্যবসায়ী। শনিবার (১২ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই মোঃ কামরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি জানান, জেলার রামপাল উপজেলার পেড়িখালী পশ্চিম বিলে কাটাখালি খালের দক্ষিণ পাশে তার ভাই মোঃ মহসিন বাদশা নিজস্ব ও বন্দোবস্ত নেওয়া প্রায় ৪০ একর জমিতে ১৯৯৫ সাল থেকে মৎস্য চাষ করে আসছেন। গত ৯ এপ্রিল গভীর রাতে ইয়াহিয়া হাওলাদার, মিজান শেখ, আব্দুল্লাহ ইজারাদার, মুক্ত ঠিয়াল, হাফিজ লাঠিয়াল, জিয়া শেখ, ইদ্রিস হাওলাদারসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘেরের পাহারাদার শহিদুল ইজারাদার, মোঃ রুহুল আমিন ও আঃ সবুর গাজীকে মারধর করে। এরপর তারা ঘের থেকে বাহির করে দিয়ে প্রায় ৩৮টি গাড়োল মাছ, একটি নৌকা, সোলারের ব্যাটারি, মাছ ধরার তিনটি ঝাঁকি জাল, একটি টর্চলাইট, দুটি দা, ১৫ কেজি চাল ও বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ কেজি মাছ লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তাই তিনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Apr 12, 2025 - 20:55
 0  3
বাগেরহাটে মৎস্য ঘেরে সন্ত্রাসী হামলা ও লুটপাট: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow