বায়োস্কোপের প্রথম মৌলিক গান ‘চিনি কম লিকার বেশি’ প্রকাশ

সম্প্রতি যাত্রা শুরু করেছে বাংলা গানের ব্যান্ড বায়োস্কোপ। এরইমধ্যে ব্যান্ডটি তাদের প্রথম মৌলিক গান ‘চিনি কম লিকার বেশি’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্ল্যাটফর্মে এই গানটি প্রকাশ করেছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির আলোচিত চা বিক্রেতা ‘স্বপন মামা’কে উৎসর্গ করে গানটি তৈরি করা হয়েছে। ব্যান্ডের সদস্য শিল্পী সাহস মোস্তাফিজ বলেন, ২০২৩ সালের শেষ দিকে ব্যান্ড করার কথা ভাবনায় আসে। শতাধিক নামের তালিকা থেকে বায়োস্কোপ নামটা বেছে নেই। ব্যান্ড করার কথা ভাবা যতো সহজ তার চেয়ে অনেক কঠিন শেষ পর্যন্ত পথে নামা ও কন্টিনিউ করা। সেই পথ পাড়ি দেয়ার জন্য একে একে তারেক আহসান, অরণ্য আকন, বাপ্পী নবী, অরণ্য আকন, আবীর দাস ও লোবান যুক্ত হন। ব্যান্ডের আরেক সদস্য অরণ্য বলেন, ধানমণ্ডি লেকের পাড়ে বসে দিনের পর দিন গিটার-পিয়ানিকা হাতে গলা মিলিয়েছি। ব্যান্ডের শুরুতেই নিজের গান থাকবে সেটি আমাদের লক্ষ্য ছিল। সেই লক্ষ্যেই নতুন গান তৈরির প্রক্রিয়া শুরু করি। সমকালীন গল্প নিয়ে লোক-আঙ্গিকের গান তৈরির সিদ্ধান্ত নেই। ব্যান্ডের প্রথম মৌলিক গান ‘চিনি কম লিকার বেশি’ প্রসঙ্গে জানতে চাইলে ব্যান্ডের সদস্য তারেক বলেন, এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটি হুট করেই মনে গেঁথে যায়। এরপর টিএসসির স্বপন মামাকে লাইনটিতে কানেক্ট করি। এরপর লিরিকে ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেল। বায়োস্কোপ ব্যান্ডের আরও কিছু মৌলিক গানের কাজ চলছে বলে জানান ব্যান্ডটির সদস্যরা। হেলায় ফেলায় ও বিসিএস নামে আরও দুটি গান দ্রুতই তাদের নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ পাবে বলেও জানান তারা।

নভেম্বর 9, 2024 - 13:04
 0  8
বায়োস্কোপের প্রথম মৌলিক গান ‘চিনি কম লিকার বেশি’ প্রকাশ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow