বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক মামুনুল হক

যশোর অফিস রেলের অবকাঠামো উন্নয়ন, পরিবেশগত পরিস্কার পরিচ্ছন্নতা ও রেল ভ্রমনে পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে বেনাপোল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে স্টেশনের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক মামুনুল হক। মঙ্গলবার সকালে বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে যাত্রী সেবার মান আরো নিশ্চিত করার লক্ষ্যে স্টেশন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন তিনি। এটাই তার প্রথম পরিদর্শন। এ সময় তার সাথে রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ হওয়ায় ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াতে আরো স্বচ্ছ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে বলে রেল কতৃপক্ষকে আস্বস্ত করেন তিনি। পরে তিনি যশোরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

অক্টোবর 23, 2024 - 10:17
 0  2
বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক মামুনুল হক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow