ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সহায়তা চাওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা ও ট্যাক্স রিটার্ন জমা দেয়ার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে আইএমএফের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের সাথে বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে তা তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফের আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার। তিনি আরও জানান, এ বিষয়ে বিশ্ব ব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলোর সাথে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে কাজ করছে দাতা সংস্থাগুলো। অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হবে।

Sep 24, 2024 - 14:03
 0  3
ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সহায়তা চাওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow