ভাত দিতে দেরি করায় নানিকে হত্যার অভিযোগ নাতির বিরুদ্ধে

অভয়নগর ডেস্ক--সকালের ভাত দিতে দেরি করায় নানিকে ছুরি দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত নাতি হানিফ জোয়াদ্দারের (২৫) বিরুদ্ধে। শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার শালিখা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম সকিনা বিবি (৭০)। তিনি শালিখা গ্রামের মৃত কাউসার জোয়াদ্দারের স্ত্রী। অভিযুক্ত যুবক একই এলাকার মশিয়ার জোয়াদ্দার ও সকিনা বিবির মেয়ের সন্তান। স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, হানিফ মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে প্রায় তাদের বাড়িতে ঝামেলা হতো। শুক্রবার সকালে ভাত খাওয়ার জন্য তিনি তার নানি সকিনাকে বলতে থাকেন। এ সময় নানি ভাত দিতে দেরি করায় ক্ষুব্ধ হয়ে তাকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন সেই নাতি। এরপর ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী হানিফকে আটক করে পুলিশে খবর দেয়। তালা থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন কালবেলা জানান, ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযুক্ত হানিফকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

নভেম্বর 1, 2024 - 19:37
 0  10
ভাত দিতে দেরি করায় নানিকে হত্যার অভিযোগ নাতির বিরুদ্ধে

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow