ভারতে ফ্রিজের ভেতর থেকে মিললো নারীর ৩০ টুকরা করা দেহ

ভারতের বেঙ্গালুরুর মল্লেশ্বরমের একটি ফ্ল্যাটের ভেতর ফ্রিজ থেকে মিললো এক নারীর টুকরা করা মরদেহ। ওই নারীর দেহকে ৩০ টুকরা করে ঢুকিয়ে রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে। রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, একটি এক রুমের ফ্ল্যাট থেকে নারীর দেহাংশগুলো পাওয়া গিয়েছে। স্থানিয় সময় শনিবার ঘটনার খবর পেয়েই পুলিশের একটি দল ওই ফ্ল্যাটে গিয়ে দেহাংশগুলো উদ্ধার করে। পুলিশের অনুমান অনুযায়ী, প্রায় সপ্তাহ দুয়েক আগে তাকে খুন করা হয়েছিল। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত নারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে, তদন্তের স্বার্থে এখনই সে সব তথ্য প্রকাশ করা হচ্ছে না।

Sep 22, 2024 - 12:19
 0  10
ভারতে ফ্রিজের ভেতর থেকে মিললো নারীর ৩০ টুকরা করা দেহ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow