ভেঙে ফেলা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি

মাহিয়া মুন ঢাকা।।ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল। সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে বিশেষজ্ঞ দলটি। গত ৫ ফেব্রুয়ারি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে কয়েক তলা বেজমেন্টের খোঁজ পাওয়া যায়। অন্ধকার ওই ভবনের বেজমেন্টের ২ তলা যেতেই পানির সন্ধান পাওয়া যায়। এ নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে রোববার সেখানে উপস্থিত হয়ে পানি সরায় ফায়ার সার্ভিস। এরপরই সকালে সেখানে আলামত সংগ্রহে যায় সিআইডি ক্রাইম সিন।

ফেব্রুয়ারি 10, 2025 - 12:45
 0  5
ভেঙে ফেলা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow