মেহেরপুরে ২৫ ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন

মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি: উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মেহেরপুর জেলা আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করছে। মানববন্ধনে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয়কৃষ্ণ হালদার,জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনিরুজ্জামানসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন,কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, জনবান্ধব জনপ্রশাসন প্রতিষ্ঠা, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূতকরণ সুপারিশ বাতিলের দাবি করেন। দাবি মানা না হলে আগামীতে আরও বৃহৎ পরিসরে মানববন্ধন করা হবে।

ডিসেম্বর 26, 2024 - 17:01
 0  1
মেহেরপুরে ২৫ ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow