মোংলার পশুর নদীতে এলপিজি বহনকারী জাহাজের ধাক্কায় কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, এক জেলে নিঁখোজ

আলী আজীম, মেংলা (বাগেরহাট): মোংলা বন্দরের পশুর নদীর করমজল এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় কাকড়া ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের সন্ধানে দুর্ঘটনাকবলিত স্থানে অভিযান চালাচ্ছেন কোস্ট গার্ডের ডুবরি দল। শনিবার (২ নভেম্বর) কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের করমজল এলাকায় কয়লা বহনকারী কার্গো জাহাজ 'এম,ভি মিজান' কে ধাক্কা দেয় এলপিজি গ্যাস বহনকারী অপর কার্গো জাহাজ 'এম,ভি এরা স্টার'। এতে এম,ভি মিজান জাহাজের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এম,ভি এরা স্টার জাহাজের ধাক্কায় পাশের একটি ফিশিং বোট ডুবে যায়। ওই সময় ওই ফিশিং বোটে থাকা জেলে লোকমান হাওলাদার (১৮) নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজ জেলে খুলনা জেলার দাকোপ উপজেলার রুয়োকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলেকে উদ্ধারে রাত থেকেই ওই এলাকায় অভিযান শুরু করেছে কোস্ট গার্ডের দুইটি টহল টিম। এছাড়া দুর্ঘটনার শিকার কার্গো জাহাজ এম,ভি মিজান'কে বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জলযান দিয়ে নিরাপদে সরিয়ে নিয়েছে কোস্ট গার্ড।

নভেম্বর 2, 2024 - 12:55
 0  9
মোংলার পশুর নদীতে এলপিজি বহনকারী জাহাজের ধাক্কায় কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, এক জেলে নিঁখোজ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow