‘মৌলিক বিষয়গুলো সংস্কার করে নির্বাচন আয়োজন সরকারের দায়িত্ব’

সময় যত যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। কতগুলো মৌলিক বিষয় সংস্কার করে উপযুক্ত পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করা অন্তবর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (জেটেব) সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, চ্যালেঞ্জ শুধু বর্তমান সরকারের নয় এটি সবার। নির্বাচন, আইন, আইনশৃঙ্খলা ব্যবস্থা ও নির্বাচনকেন্দ্রীক প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। রাজনীতি, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখছে। তাই প্রযুক্তিকে ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। আন্দোলনের দুইটি ধাপ বাকি রয়েছে। একটি হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং অন্যটি হচ্ছে জনগনের নির্বাচিত প্রতিনিধিদের সরকার গঠন। /আরএইচ

নভেম্বর 16, 2024 - 18:06
 0  5
‘মৌলিক বিষয়গুলো সংস্কার করে নির্বাচন আয়োজন সরকারের দায়িত্ব’

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow