যশোর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ তিন ঘন্টা কর্মবিরতি পালন

যশোর প্রতিনিধি: যশোর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মবিরতি পালন করেন তারা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নে এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম, যশোর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আরজিনা খাতুন, বিএনএ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, পরিষদের আহ্বায়ক সালমা খানম, যশোর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর শরমিন সুলতানা পারভিন, মমতাজ বেগম, স্বপ্না বিশ্বাস, জান্নাত আরা, সিনিয়র স্টাফ নার্স তহমিনা আক্তার প্রমুখ।

অক্টোবর 1, 2024 - 21:44
 0  4
যশোর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ তিন ঘন্টা কর্মবিরতি পালন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow