যশোরে ইউকো মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সাত দিনব্যাপী কর্মশালা শুরু
যশোর প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়ার আজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তর যশোর সদরের আয়োজনে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৭ দিন ব্যাপি পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষন কোর্সের কর্মসূচির শুভ উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন খন্দকার।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা, যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম,স্থানীয় যুব সংগঠক জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতিসৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি,আজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ আকলিমা আক্তারসহ আরো অনেকে। বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষন শেষে প্রত্যেককে সার্টিফিকেট ও ভাতা প্রদান করা হবে।
আপনার অনুভূতি কী?