যশোরে দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও ভ্যান প্রদান অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি:।।।যশোরের কৃতিসন্তান,সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক কাজী আনিসুজ্জামান আরজুর উদ্যোগে দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ এবং কর্মসংস্থানের জন্য ভ্যান প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সম্পাদক তানভীরুল ইসলাম সোহান,দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন জাগপা নেতা নিজামুদ্দিন অমিত। অনুষ্ঠানে প্রায় ১০০ জন দিনমজুর পুরুষও মহিলার মাঝে চাল,ডাল,তেল,সেমাই,চিনিসহ ঈদ উপহার বিতরণ করা হয়। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ২ জন দরিদ্র শ্রমজীবীকে ২টি পায়ে চালিত ভ্যান প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজসেবক কাজী আনিসুজ্জামান আরজু,তার বক্তৃতায় বলেন,“যশোরের একটি মানুষও যেন কষ্টে না থাকে,এটাই আমার লক্ষ্য। খাদ্য,স্বাস্থ্য ও বাসস্থান প্রতিটি মানুষের মৌলিক অধিকার। শুধু সরকার নয়, বিত্তবানদেরও উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।” এ সময় উপস্থিত অতিথিরা কাজী আনিসুজ্জামান আরজুর এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের সামাজিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মার্চ 28, 2025 - 17:49
 0  4
যশোরে দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও ভ্যান প্রদান অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow